শেরীফা কাদের শপথ নেবেন আজ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের শপথ নেবেন আজ।

সোমবার বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়াবেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়।

ওই আসনে দলীয় মনোনয়ন পেয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হনন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা।

শেরীফা কাদের জাতীয় পার্টির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।

You might also like

Comments are closed.