তীরে এসে তরী ডুবলো টাইগাররা
টানা দুই হার নিয়ে খাদের কিনারায় ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় মাহমুদুল্লাহ-সাকিবদের। বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন টিকে আছে জটিল সমীরণের মারপ্যাঁচে। উইন্ডিজের দেয়া ১৪৩ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ১৩৯/৫ এ থেমেছে বাংলাদেশ। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। আন্দ্রে রাসেলের করা ২০তম ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। দারুণ বোলিংয়ে মাত্র ৯ রান দেন রাসেল। শেষ বলে জয়ের জন্য ৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের।
আরও পড়ুন
মাহমুদুল্লাহ শেষ বলটি ব্যাটেই লাগাতে পারেননি।
যেখানে শেষপর্যন্ত ৩ রানের ব্যবধানে হেরে গেল বাংলাদেশ, তীরে এসে ডুবলো তরী। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে সেমির আশা টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে বাংলাদেশেরও বিদায় প্রায় নিশ্চিত। তবে কাগজে-কলমে এখনও রয়েছে সম্ভাবনা। সেটি অবশ্য প্রায় অসম্ভবের পর্যায়েই পড়ে।