মমেকে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এসময়ে করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। এ নিয়ে চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৮৮ জনের মৃত্যু হলো।

আজ শনিবার সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে তিনজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে দুইজন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৫ জন।

You might also like

Comments are closed.