বন্ধ করে দেওয়া হলো ইভ্যালির ওয়েবসাইট
কার্যালয়ের পর এবার বন্ধ করে দেওয়া হলো ইভ্যালির ওয়েবসাইটও। তবে ইভ্যালি কর্তৃপক্ষ বলছে, সার্ভার বন্ধ থাকায় ওয়েবসাইট বন্ধ রয়েছে।
বিতর্কিত ই-কমার্স সাইটটির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শনিবার বিকেল ৫টা ৮ মিনিটে বলা হয়, ‘আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ তবে এখনো এই ওয়েবসাইটটি চালু হয়নি।
ফেসবুক পেজে ইভ্যালি জানায়, ‘বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আমরা এই কাজকে এগিয়ে নিতে চাই। আপনাদের সবার সহযোগিতায় আমাদের ব্যাবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে চাই। আর এই সুযোগ পেলে সবার সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম; আছি, থাকব।’

Comments are closed.