সাবেক এলজিআরডি মন্ত্রীর ফুয়াদ এপিএস গ্রেপ্তার

সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা পুলিশ। তিনি দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

দুই হাজার কোটি টাকা পাচার মামলা ছাড়াও ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলার অন্যতম প্রধান আসামি ফুয়াদ। তাঁর বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর ভেতর মানি লন্ডারিং ও সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।

ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ফুয়াদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাঁকে ধরতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে আজ বুধবার (১৩ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.