রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

চারজনের সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের একজন রাজশাহীর, দুইজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোরের। স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে মৃতদের পরিবারকে।

আজ বুধবার (১৩ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৯ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন।

রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৯ নমুনা পরীক্ষায় চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ২২৫ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচজন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.