তুরাগে ট্রলারডুবির অভিযান স্থগিত, ৫ মরদেহ উদ্ধার

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। সন্ধ্যায় নদীতে তীব্র স্রোত ও আলোকস্বল্পতার কারণে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

আজ শনিবার সন্ধ্যায় গাবতলী কয়লার ঘাটে বিআইডব্লিউটিএ’র গাবতলী ল্যান্ডিং স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা।

আগামীকাল রবিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান দিনমনি শর্মা। তিনি বলেন, নদীর স্রোতের কারণে মরদেহগুলো ভেসে দূরে যেতে পারে। তাই আমরা জনগণের সহায়তা চাচ্ছি। কোনো মৃতদেহ ভাসতে দেখলে আমাদের জানানোর অনুরোধ করেছি।

এদিকে ট্রলারটিতে কোন বাল্কহেড ধাক্কা দিয়েছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.