এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেপ্তার

এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নিউটন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউটন দাস জানান, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতের একটি ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টের ভিত্তিতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

You might also like

Comments are closed.