বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন, যানজটে আটকা দিল্লি

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে ‍যাচ্ছেন কৃষকরা। আন্দোলন অব্যাহত রয়েছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও কেরালা রাজ্যে। সোমবার সকালে ‘ভারত বন্‌ধ’ স্লোগান দিতে দিতে দিল্লির দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এসময় পুলিশের বাধার মুখে পড়েন তারা।

কৃষকদের আন্দোলন ঠেকাতে চেকপয়েন্টগুলো নজরদারির আওতায় আনে দেশটির পুলিশ। রাজধানীতে ঢোকার আগে তল্লাশি করে গাড়ি ছাড়া হচ্ছিল দিল্লির সীমান্তে। এতে তীব্র যানজট দেখা দেয় দিল্লিজুড়ে। টানা কয়েক ঘণ্টা ধরে তীব্র যানজটের মধ্যে আটকা পড়েন কর্মজীবীসহ সাধারণ মানুষ।

দেশটির কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়া ৪০টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত যৌথ কিষাণ মোর্চার(এসকেএম) ডাকে সকাল ৬ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আন্দোলন চলছে। যদিও সংগঠনটির দাবি, তারা জাতীয় মহাসড়কে আন্দোলনের পক্ষে নয়।

এর আগে দিল্লি পুলিশ জানায়, বিশৃঙ্খলা ঠেকাতে তারা প্রস্তুত রয়েছে। কৃষকদের ভারত বন্‌ধ নামে দিল্লিতে আন্দোলন কর্মসূচির বিষয়টিও প্রত্যাখ্যান করা হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তারা।

ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির কয়েক লাখ কৃষক। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও বিষয়টির সুরাহা হয়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.