পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রমিজ রাজা

তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রমিজ রাজা। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার অতীতে বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন- এমন সংবাদ চাউর হতেই স্বেচ্ছায় পদত্যাগ করেন দলটির প্রধান ও বোলিং কোচ মিসবাহ-উল হক ও ওয়াকার ইউনিস।

সোমবার পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পরই বোলিং কোচ ও ব্যাটিং কোচের নাম ঘোষণা করেছেন রমিজ রাজা। দ্রুত সময়ের মধ্যে প্রধান কোচের নাম জানানো হবে।

You might also like

Comments are closed.