স্পেন থেকে স্বাধীনতার দাবিতে বার্সেলোনায় কাতালানের বিক্ষোভ

স্পেন থেকে স্বাধীনতার দাবিতে বার্সেলোনায় বিক্ষোভ করেছে হাজার হাজার কাতালান। গান গেয়ে, পাতাকা উড়িয়ে এবং স্লোগান দিতে দিতে মিছিল করেছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবদনে বলা হয়েছে, স্পেন সরকার বিচ্ছিন্নতাবাদী মনে করে এমন ৯ জন নেতাকে মুক্তি দিয়েছে। তার পর কাতালানদের সংগঠন অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা-এএনসি মিছিলটি বের করে।

প্রসঙ্গত, এই ৯ নেতাকে ২০১৭ সালে গ্রেপ্তার করে কারাগারে রাখে স্পেন সরকার।  স্বাধীনতা আন্দোলনের জন্য তাদের আটক করা হয়েছিল।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিছিলকারীদের অধিকাংশের মুখ ঢাকা ছিল।

পুলিশ বলছে, লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছে। যদিও এএনসি’র দাবি, তাদের প্রায় ৪ লাখ নেতাকর্মী মিছিলে অংশ নিয়েছেন।
সূত্র: রয়টার্স।

You might also like

Leave A Reply

Your email address will not be published.