নকলা পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান আর নেই
শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র আ. লীগ নেতা অধ্যাপক মিজানুর রহমান মিজান (৬৫) মারা গেছেন। আজ ১২ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। শেরপুর জেলা আ. লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম মুকুল সহযোদ্ধা মিজানুর রহমান মিজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিজান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠলেও ফুসফুসের সংক্রমণজনিত কারণে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
তিনি শেরপুর জেলা আ. লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। চন্দ্রকোনা কলেজের অধ্যাপক হিসেবে সম্প্রতি অবসরে যান। তাঁর মৃত্যুতে জেলা আ. লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, চন্দ্রকোনা কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন।

Comments are closed.