কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে এই দুই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতদের একজনের নাম শাহজাহান। তিনি উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০ মামলা রয়েছে বলে দাবি করেছে বিজিবি। তবে নিহত অপরজনের পরিচয় জানাতে পারেনি।

ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদে এ বিষয়ে জানান, উখিয়ার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে- রবিবার ভোররাতে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। টহলরত বিজিবি সদস্যরা চার-পাঁচজনের একটি দল প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। বিজিবিও পাল্টাগুলি চালালে তারা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশি অস্ত্র জব্দ করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, টেকনাফ ২ বিজিবির সদস্যদের সঙ্গে অপর এক ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.