মমতার বিরুদ্ধে প্রার্থী হিসেবে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসনে উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেখানে আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আজ শুক্রবার দলীয় প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করে বিজেপি।

জানা যায়, পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে বিজেপির মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়। কারণ বিজেপির অনেক বড় নেতাই মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চাননি। যাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাদের মধ্যে মিঠুন চক্রবর্তীও ছিলেন। তিনিও মমতার বিরুদ্ধে দাঁড়াতে রাজি হননি। অবশেষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেই চূড়ান্ত করা হলো।

প্রসংগত, গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও বিজেপির পক্ষ থেকে ভোটে নামেন তিনি। তখন প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান প্রিয়াঙ্কা।

সূত্র : জি নিউজ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.