নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ তিন নেতাকর্মীকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন- জেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন (৬০), জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী ওরফে মহল (৪৫), জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।
বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, গতকাল চৌমুহনী বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments are closed.