ভাইয়া গ্রুপের হাত থেকে হিন্দু ধর্ম রক্ষার দাবি: প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি

চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর ভাইয়া গ্রুপের হাত থেকে পূজা কমিটিসহ অন্যান্য দেবত্ব সম্পত্তির কমিটিগুলো রক্ষার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লিখেছেন অভিজিৎ ধর বাপ্পি নামের এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আক্ষেপ প্রকাশ করে। ওই স্ট্যাটাসে হুইপ সামশুল হক চৌধুরীকে ‘সামশুল আলম বিচ্ছু চক্রবর্তী’ বলে পরিচয় করিয়ে দেওয়া হয়।

স্ট্যাটাসে অভিজিৎ নামের ওই ব্যক্তি প্রশ্ন তোলেন, আমার ধর্মের কেউ তো আপনার মসজিদ কমিটি বা ঈদগা ময়দানে ইমামতি করতে যায় না। আপনি কেন আসবেন? আপনি কী বোঝেন আমার ধর্মীয় ইতিহাসের তত্ত্ব?

পটিয়ার সাধারণ মানুষের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, জন্মাষ্টমীর সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে ‘সামশুল আলম বিচ্চু চক্রবর্তী’। একমাত্র বাংলাদেশেই এই ভাইয়া গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পূজা কমিটিসহ অন্যান্য দেবত্ব সম্পত্তির কমিটিগুলো।

অভিজিৎ ধর বাপ্পির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

সামশুল আলম ‘বিচ্ছু চক্রবর্তী’ পটিয়া জন্মাষ্টমী কমিটির পবিত্র সভায় প্রধান অতিথি। ভাইয়া গ্রুপ থেকে আমার ধর্মকে রক্ষা করুন।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন হিন্দু সনাতনী ধর্মাবলম্বীরা মহা আনন্দঘন ধুমধামে সারা পৃথিবীজুড়ে এই পবিত্র দিনটি পালন করে থাকে। আজ পরিবেশ পরিস্থিতির প্রক্ষায়নে লিখতে বাধ্য হচ্ছি, জাতীয় চেতনায় আমি বাঙ্গালি এবং ধর্মীয় চেতনায় আমি হিন্দু।

চট্টগ্রাম পটিয়া থেকে একজন খুবই আক্ষেপের সাথে বললেন, পটিয়া জন্মাষ্টমী পরিষদ কর্তৃক আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে ‘সামশুল আলম বিচ্চু চক্রবর্তী’। একমাত্র বাংলাদেশেই এই ভাইয়া গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পূজা কমিটিসহ অন্যান্য দেবত্ব সম্পত্তির কমিটিগুলো।

আমার মতো অনেক নিরীহ সনাতনী হিন্দুদের প্রশ্ন, আমার ধর্মের কেউ তো আপনার মসজিদ কমিটি বা ঈদগা ময়দানে ইমামতি করতে যায় না, আপনি কেন আসবেন? আপনি কী বোঝেন আমার ধর্মীয় ইতিহাসের তত্ত্ব? জবাব দিন আমার চক্রবর্তী ভাইজানরা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.