পাবজি গেম খেলতে খেলতে ট্রেনের নিচে পড়ে ৪ কিশোরের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনে কাটা পড়ে চার কিশোরের মৃত্যু হয়েছে।

উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাতে ওই চার কিশোর রেললাইনের ওপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা।

এ সময় ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। রেললাইনের ওপর কিশোরদের দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনের চালকও হুইসেল বাজাচ্ছিলেন।

কিন্তু চার কিশোরের কানে কোনো কিছুই পৌঁছেনি। ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হয়তাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। নিহতরা প্রত্যেকেই চোপড়ার কোনাগাছ গ্রামের বাসিন্দা। তবে তাদের পুরো পরিচয় এখনও জানা যায়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.