আদালতে হেলেনা জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।এছাড়া, তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সাজেদা লতা আসামি হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

গতকাল একই থানায় টেলিযোগাযোগ আইনে করা মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

এছাড়া, তার বিরুদ্ধে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ মোট তিনটি মামলা এখনো চলমান।

You might also like

Comments are closed.