হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১
ক্যারিবীয় দেশ হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরো প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছেন। দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে। এদিকে, ভারী বর্ষণের পর ক্যারিবীয় এই দ্বীপ দেশটির ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
হাইতির সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৯ হাজার ৯১৫ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকেই।
ভূমিকম্পে প্রধান কয়েকটি হাসপাতাল বিধ্বস্ত হয়ে যাওয়ায় আহতদের খোলা স্থানে তাবু খাঁটিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ও বৃদ্ধসহ অসংখ্য রোগীর ভিড়ে সবাইকে সে সুযোগও দিতে পারছেন না চিকিৎসকরা।
সূত্র: বিবিসি।