করোনায় আক্রান্ত হলেন কুশল পেরেরা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার টপঅর্ডার ব্যাটসম্যান কুশল পেরেরা। আজ (সোমবার) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে এই খবর।

গত জুনে ইংল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেন পেরেরা। কাঁধের চোট নিয়ে জুলাইয়ে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলা হয়নি তার। তবে চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময়ে করোনার দুঃসংবাদ।

করোনা আক্রান্ত হওয়ায় কুশল পেরেরাকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে তিনি ছিটকে গেছেন, এখনই তেমনটা বলে দেয়া যাচ্ছে না।

২ সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল, শেষ ম্যাচ ১৪ সেপ্টেম্বর।

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য আগামী ২৫ আগস্ট বায়ো-সিকিউর বাবলে ঢুকবে শ্রীলঙ্কা দল। তাই আশা করা যাচ্ছে, আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরলে কুশল সেই বাবলে ঢুকে যেতে পারবেন।

You might also like

Comments are closed.