ব্রাজিলে প্রাণঘাতী করোনায় প্রাণ হারিয়েছেন ৩০০ সাংবাদিক
করোনায় বিপর্যস্ত ব্রাজিলে প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩০০ সাংবাদিক।
২০২০ সালের জানুয়ারি থেকে এ বছরের জুলাই পর্যন্ত এসব সাংবাদিক করোনায় মারা যান বলে জানিয়েছে দেশটির সাংবাদিকদের সংগঠন। খবর আনাদোলুর।
ব্রাজিলের ন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (এফইএনএজে) প্রধান মারিয়া জোসে ব্রাগা বলেন, বর্তমানে টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় সাংবাদিকদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমেছে।
বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে, এরপরই ব্রাজিলের স্থান। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৬ হাজার ৯০০ জন।
ব্রাজিলে এ পর্যন্ত করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৮ হাজার মানুষ।

Comments are closed.