ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে মার্কিন নারীর যৌন নিপীড়নের মামলা

ব্রিটেনের রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রুর (৬১) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা করেছেন এক মার্কিন নারী।

ওই নারীর অভিযোগ, ব্রিটেনের রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌনকর্ম করার জন্য ১৭ বছর বয়সে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল।

নিপীড়নের অভিযোগে নিউইয়র্কের একটি আদালতে মামলা করেন ভার্জিনিয়া জোফ্রে (৩৮) নামে ওই নারী।

তার দাবি, লন্ডন ও নিউইয়র্কে প্রিন্স অ্যান্ড্রু তার ওপর যৌন সহিংসতা চালিয়েছেন।

তবে জোফ্রের এ অভিযোগ বরাবরই নাকচ করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু।

নিউইয়র্কের শিশু নির্যাতনবিরোধী আইনের আওতায় ওই অভিযোগ করেছেন জোফ্রে। এই আইনে নিপীড়নকারীদের বিরুদ্ধে মামলা করার জন্য নির্যাতনের শিকার ব্যক্তিদের অধিকারের আওতা বাড়ানো হয়েছে।

You might also like

Comments are closed.