অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ মমতার

ত্রিপুরায় হামলা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ত্রিপুরায় তৃণমূলের নেতা-নেত্রীদের ওপর হামলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে। আজ সোমবার এসএসকেএম থেকে এ অভিযোগ করেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিশ্বাস করি, এ সবই হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে। তা না হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অত সাহস হতে পারে না।

ত্রিপুরায় আহত তৃণমূল নেতাকর্মীদের দেখতে আজ সোমবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ এসএমকেএম হাসপাতালে পৌঁছেন মমতা। তার সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

হাসপাতালে পৌঁছে মমতা সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। যেখানে ভর্তি রয়েছেন ত্রিপুরায় আহত সুদীপ-জয়ারা। মিনিট ১৫ হাসপাতালে ছিলেন মমতা।

উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্রনেতা সুদীপের মাথায় আঘাত রয়েছে। এখনো মারের চোটে গাল লাল হয়ে রয়েছে জয়ার।

মমতা আরো বলেন, তাদের ওপর পাথর মারা হয়েছে। গুলি চালানো হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপর ৩৬ ঘণ্টা কোনো চিকিৎসা হয়নি। এমনকি পানিও দেওয়া হয়নি। পুলিশের সামনেই এই হামলা হয়েছে।

মমতার অভিযোগ, যারা অত্যাচার করল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না।
সূত্র: আনন্দবাজার।

You might also like

Leave A Reply

Your email address will not be published.