বরিশালে করোনায় আরও ২০ মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে করোনা শনাক্ত হয়ে ১১ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১১ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৭৭, পটুয়াখালীতে ৭১, ভোলায় ৯৬, পিরোজপুরে ৫৭, বরগুনায় ৬১ ও ঝালকাঠিতে ১৭ জন।

বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৯৬ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল পর্যন্ত ২৮০ জন ভর্তি ছিলেন। যার মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ৩৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.