রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনা, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

৬ জন করোনা পজিটিভ, ১০ জন উপসর্গ নিয়ে এবং ২ জন করোনা নেগেটিভ হবার পর মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫ ২জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৫ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮৭টি নমুনা পরীক্ষায় ১৩৪জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৬১শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮০ নমুনায় ১৭ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২১ দশমিক ২৫ শতাংশ।

You might also like

Comments are closed.