ঢাকা বিভাগে একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ দিন ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৭ জনে।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর একই বছর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সবশেষ গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬১ জনের মৃত্যু হলো।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৪১১ জনে। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৭৪ (৬৬ দশমিক ৮২ শতাংশ) ও নারী ৭ হাজার ৪৩৭ জন (৩৩ দশমিক শূন্য ১৮ শতাংশ)।

এ পর্যন্ত অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৪ হাজার ৩০৪ জন, রাজশাহীতে ১ হাজার ৭০৭ জন, খুলনায় ৩ হাজার ১১ জন, বরিশালে ৭৩৯ জন, সিলেটে ৮৪৮ জন, রংপুরে ১ হাজার ১২০ জন এবং ময়মনসিংহে ৬২৫ জন জন মারা গেছেন।

সবশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬১ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকায় ১০১, চট্টগ্রাম ৬১, রাজশাহী ৮, খুলনা ৪৫, বরিশাল ১২, সিলেট ৭, রংপুর ১০ এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জনের মৃত্যু হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.