উখিয়ার পাহাড়ে অভিযান চালিয়ে জব্দ ৪ লাখ ১০ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়ার একটি পাহাড়ে অভিযান চালিয়ে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক একটি পাহাড় থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

অভিযান শেষে ফেরার পথে বিজিবি সদস্যদের ওপরে হামলার চেষ্টা করে মাদককারবারিরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবি সদস্যরা ওই স্থানে অভিযান চালায়। অনুসন্ধানের একপর্যায়ে পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি চার লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেন বিজিবির সদস্যরা।

অভিযান শেষে ফেরার পথে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে বিজিবি টহল দলের ওপর আকস্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা জীবন রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করলে তার দ্রুত পাহাড়ের গহিন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।

You might also like

Comments are closed.