মালিতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪১

আফ্রিকার দেশ মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য অধিদফতরের বরাতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটিতে পণ্যের পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিকও ছিলেন বলে জানা যায়।

দেশটির জাতীয় গণমাধ্যম ওআরটিএম তাদের এক প্রতিবেদনে বলছে, হঠাৎ একটি টায়ার বিস্ফোরিত হলে তাৎক্ষনিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি বাসের সামনে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের সামনে অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদুন মামুনি জানান, এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে গত সোমবার আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হন।

সূত্র: রয়টার্স।

You might also like

Comments are closed.