স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি ফয়সল চৌধুরী

স্কটল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আইনপ্রণেতা হিসাবে জায়গা করে নিলেন ফয়সল চৌধুরী।

তিনি স্কটিশ লেবার পার্টির প্রার্থী হিসাবে স্কটল্যান্ডের লদিয়ান এলাকা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। বৃহস্পতিবার ভোটের পর শুক্রবার এই ফল ঘোষণা করা হয়।

ফয়সল লেবার পার্টির রাজনীতিতে বহু বছর ধরে সক্রিয়। ২০১৭ সালে ব্রিটিশ পালার্মেন্ট নির্বাচনে এডিনবরার সাউথ ওয়েস্ট আসন থেকে তিনি দলের প্রার্থী হয়েছিলেন।

সিলেটের নবীগঞ্জের সন্তান ফয়সল চৌধুরী এডিনবরায় রেস্তোরাঁ ব্যবসা করেন। সেখানে নানা সামাজিক কর্মকাণ্ডেও জড়িত তিনি।

তরুণ বয়সে বাবা-মার সাথে বিলেত গিয়ে প্রথমে মানচেস্টারে বসবাস শুরু করলেও পরে এডিনবরায় চলে যান। ওয়েবসাইট।

You might also like

Comments are closed.