জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ৩ বিশিষ্টজন

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ৩ বিশিষ্টজন। ৫ বছরের জন্য তারা এই নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়োগ পাওয়া ৩ জন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমিরেটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটি ও গ্যাস্ট্রোলিভার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া ব‌্যক্তিরা ১৯৮১ সালের ‘জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্তমালা’ অনুযায়ী নিযুক্ত পদের দায়িত্ব পালন করবেন।

You might also like

Comments are closed.