চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

বৈশাখ মাস, বৃষ্টি নেই। প্রখর দাবদাহ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ কারণে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনায় বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুর বড় মসজিদে এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার আগে ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা সবাই দোয়া ও আল্লাহর নিকট বৃষ্টিবর্ষণের প্রার্থনা করেন।

আলোচনা শেষে মুসল্লিরা দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে বৃষ্টি চেয়ে মোনাজাত করেছেন।

দোয়া পরিচালনা করেন শ্যামপুর বড় মসজিদের ইমাম হাফেজ মো. জুনায়েদ হোসেন।

You might also like

Comments are closed.