বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড
বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ কোভিড সংক্রমণের রেকর্ড হয়েছে শনিবার। এদিন ২৪ ঘন্টায় বিশ্বের সব দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৩ হাজারের বেশি। মূলত ভারতে কোভিডের যে সুনামি দেখা যাচ্ছে তার কারণেই বৈশ্বিক রেকর্ড ভাঙলো। এ খবর দিয়েছে এএফপি।
খবরে বলা হয়, এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল জানুয়ারি মাসের ৮ তারিখে। এদিন বিশ্বজুড়ে শনাক্ত হয়েছিল ৮ লাখ ১৯ হাজার জন। ভারতে সর্বশেষ একদিনে কোভিড শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৭ হাজার জনের। এটিও কোনো রাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
এখন পর্যন্ত বিশ্বজুড়ে গত এক সপ্তাহে ৫৫ লাখ মানুষের কোভিড ধরা পড়েছে। এরমধ্যে ২০ লাখই ভারতের।
দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে। ২৪ ঘন্টায় দেশটিতে কোভিডে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার জনে।
বিশ্বে বর্তমানে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও তুরস্কে করোনার ভয়াবহ সংক্রমণ দেখা যাচ্ছে।