বিশেষ ফ্লাইটে যেতে পারবেন সব শ্রেণির যাত্রী

প্রবাসী কর্মীদের পাঁচটি দেশে যাওয়ার বিশেষ ফ্লাইটে সব ধরনের যাত্রী নেয়া যাবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে অন্যান্য যাত্রীর চেয়ে প্রবাসী কর্মীরাই এতে অগ্রাধিকার পাবেন। ফ্লাইটগুলো ফেরার পথে শুধু ওই দেশ থেকেই যাত্রী (পয়েন্ট টু পয়েন্ট) আনতে পারবে। মঙ্গলবার এক নির্দেশনায় বেবিচক জানিয়েছে ২১ থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ওই পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। যাত্রীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারবেন। তবে এ ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। এদিকে বিশেষ বিবেচনায় ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পৃথক নির্দেশনায় বেবিচক জানিয়েছে, এয়ারলাইনসগুলো শুধু পয়েন্ট টু পয়েন্ট যাত্রী পরিবহন করতে পারবে।

করোনা টিকা নেয়া থাকলেও যাত্রার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীদের করোনার পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। এরপর দেশে এলে সরকারি ব্যবস্থাপনায় অথবা নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

You might also like

Comments are closed.