চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ শফিউজ্জামান আর নেই
চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ শফিউজ্জামান খান লোদী আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার মৃত্যুর নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলিক।
করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। এরপর অবস্থার অবনতি হলে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন ধরে আইসিইউতে ছিলেন। রবিবার বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হয়েছে স্থানীয় কবরস্থানে। লোদী বেতার ও টিভিতে চলচ্চিত্রভিত্তিক অনুষ্ঠান সঞ্চালনা করে আসছিলেন লম্বা সময় ধরে।
২০০০ সাল থেকে চ্যানেল আইয়ের ‘আমার ছবি’ অনুষ্ঠানটি টানা ১৮ বছর সঞ্চালনা করেছেন তিনি।