মহাকাশে প্রথম কোনো আরব নারীকে পাঠাচ্ছে আমিরাত

বিশ্বে প্রথম কোনো আরব নারীকে মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটি সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্যে বেশ জোরেশোরেই মহাকাশ দৌড়ে নেমেছে। নোরা আল-মাতরুশি নামের ওই আরব নারীর বয়স ২৭ বছর। বর্তমানে তিনি আবু ধাবির জাতীয় তেল কোম্পানিতে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে ২০২১ সালের নাসা মহাকাশচারী কোর্সে যুক্ত হচ্ছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত। এতে করে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারবে দেশটি।

গত ফেব্রুয়ারি মাসে আমিরাতের পাঠানো মহাকাশযান মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছাতে পেরেছে।

এটিই আরব বিশ্বের কোনো রাষ্ট্রের অন্য কোনো গ্রহে প্রথম অভিযান। ২০২৪ সালের মধ্যেই চন্দ্রাভিযান পরিচালনা করবে আরব আমিরাত। দেশটি ২১১৭ সালের মধ্যেই চাঁদে মানব বসতি স্থাপনের টার্গেট গ্রহণ করেছে।

You might also like

Comments are closed.