ইসরাইলে ফের সরকার গঠন করছেন নেতানিয়াহু
ইসরাইলে সরকার গঠনের জন্য ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।
মঙ্গলবার (৬ এপ্রিল) ইসরাইলের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর রিভলিন নেতানিয়াহুকে সরকার গঠনের আহ্বান জানান। খবর আলজাজিরার।
ইসরাইলে সরকার গঠনের জন্য ১২০ আসনবিশিষ্ট আইন পরিষদ নেসেটের ৬১ সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। গত ২৩ মার্চ দুই বছরের মধ্যে চতুর্থ দফার সাধারণ নির্বাচনের পরও কোনো পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নেসেটে আসন পাওয়া দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন ইসরাইলি প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের সঙ্গে এই আলোচনায় নেসেটের ৫২ সদস্য প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুকেই সমর্থন করেন। অপরদিকে ইয়েশ আতিদ দলের প্রধান ও সাবেক অর্থমন্ত্রী ইয়ায়ির লাপিদের নাম প্রস্তাব করেন ৪৫ সদস্য। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইয়ামিনা দলের প্রধান নাফাতলি বেনেট সাত সদস্যের সমর্থন লাভ করেন।