করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

এবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। রবিবার (৪ এপ্রিল) সকালে এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। অক্ষয় লিখেছেন, তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। পাশাপাশি গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন অক্ষয়।

বর্তমানে ‘রাম সেতু’ ছবির শুটিং করছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ এই ছবির শুটিং শুরু হয়। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা। সমস্ত বিধি মেনেই শুটিং চলছিল, তবুও রেহাই পেলেন না এ অভিনেতা। দু’দিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এছাড়া আমির খানের মতো তারকাও সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন।

You might also like

Comments are closed.