জেমসের ক্যামেরায় মিথিলা!

তিনি রকস্টার। গিটারের ঝঙ্কারে, কণ্ঠের যাদুতে অযুত-নিযুত শ্রোতাকে ভালোবাসায় বেঁধেছেন। ভক্তের কাছে তিনি ‘গুরু’ নামে পরিচিত। তিনি ফারুক মাহফুজ আনাম জেমস।

দেশের ব্যান্ড সঙ্গীতের জীবন্ত এই কিংবদন্তী ফটোগ্রাফিতেও অনবদ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে যারা ফলো করেন তারা প্রত্যেকেই জেমস-এর ফটোগ্রাফির খবর রাখেন। এর আগে তিনি জয়া আহসান, মারিয়া নূরের সাদা-কালো ছবি ফ্রেম বন্দি করে প্রশংসিত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো মডেল, অভিনেত্রী মিথিলার নাম।

জেমসের তোলা একটি ছবি ফেইসবুকে শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন: ‘জোর গলায় বলছি, এই ছবিটি যিনি তুলেছেন তিনি আর কেউ নন, আমাদের নগরবাউল, বাংলা সংগীতের রক তারকা মাহফুজ আনাম জেমস ভাই।’

মিথিলা কলকাতা শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। গত ১ মার্চ জেমস মিথিলার এই ছবিটি তুলেছেন।

You might also like

Comments are closed.