বিসিএস পরীক্ষার হলে বেড, চিকিৎসক থাকবেন

আগামীকাল (শুক্রবার) সারাদেশে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ পরীক্ষা নেয়ার পক্ষে-বিপক্ষে নানান ধরনের মতামত এসেছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরীক্ষা না নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে যে ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর, তার মধ্যে যে কোনো পাবলিক পরীক্ষা বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ পরিস্থিতিতে পরীক্ষা বন্ধ রাখতে রিট করেছিলেন একদল শিক্ষার্থী। তবে তাদের সেই রিট খারিজ করে দিয়েছেন আদালত।

তবে পিএসসির সদস্য শাহজাহান আলী মোল্লা বলেছেন, ‘এখন করোনা বাড়ছে, সামনে যে কমবে তা তো বলা যায় না৷ একটি দেশ তো এভাবে স্থবির হয়ে থাকতে পারে না৷ এখন সব কিছুই খোলা৷ তাহলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন নেয়া যাবে না?’

তিনি আরও বলেন, ‘এবার পরীক্ষার হলে চিকিৎসকও থাকবেন৷ আর তাপমাত্রা মেপে বা অন্যভাবে কাউকে কোভিড আক্রান্ত সন্দেহ হলে তাদের সিক বেডে পরীক্ষার সুযোগ দেয়া হবে৷ আইসোলেশন প্রয়োজন হলে তার ব্যবস্থা করা হবে৷ সিক বেড এমনিতেই থাকে৷ অন্য কোনো কারণেও কেউ অসুস্থ হতে পারেন৷’

ডয়চে ভেলে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ৪১তম বিসিএসের দায়িত্বে থাকা শাহজাহান আলী মোল্লা জানিয়েছেন, ‘অসুস্থদের জন্য সিক বেডের ব্যবস্থা থাকবে৷ পরীক্ষার হল থেকে কাউকে ফিরিয়ে দেয়া হবে না৷’

দুই হাজার ১৬৬ শূন্যপদের জন্য ৪১তম বিসিএস অনুষ্ঠিত হচ্ছে৷ এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন৷

You might also like

Leave A Reply

Your email address will not be published.