দীঘির বিরুদ্ধে মামলা করবেন পরিচালক ঝন্টু

বরেণ্য চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু দীঘির বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছেন। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ঝন্টু। তিনি বলেন, আজ কালের মধ্যে হাইকোর্ট থেকে ওর কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না। সম্প্রতি এই পরিচালকের ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটির ট্রেলার প্রকাশ হলে সেটি ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়। এতে বিব্রত হন ছবির অভিনেত্রী দীঘি। তিনি গণমাধ্যমে দাবি করেন, ছবিটি বেশ মানহীন। সিনেমাটি চলবে না। এরপরই ক্ষেপে যান দেলোয়ার জাহান ঝন্টু।

সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আজকালের মধ্যে হাইকোর্ট থেকে ওর (দীঘি) কাছে উকিল নোটিশ চলে যাবে। দীঘির বিরুদ্ধে মানহানি মামলা হবে উল্লেখ করে ঝন্টু আরো বলেন, দীঘি যখন বলেছে সিনেমাটি চলবে না তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ সিনেমার প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ক্ষেপে গিয়ে এই নির্মাতা আরো বলেন, আমি দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশে আরেকটি নেই। উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই। উপমহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি। আমি দুই কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছি, ২০ লাখ দিয়েও বানিয়েছি। চলচ্চিত্র মেধা দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে না।

You might also like

Comments are closed.