‘প্রধানমন্ত্রীর ইন্সপার‍্যাশনাল লিডারশিপ সম্মাননা জাতির জন্য গৌরবের’

কোভিড ১৯ মহামারি মোকাবিলায় অসাধারণ নেতৃত্বের জন্য তিনজন নারী প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্সপার‍্যাশনাল লিডারশিপ সম্মাননা অর্জন করেছেন যা জাতির জন্য গৌরবের বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় স্পিকার রাষ্ট্রদূতকে বিষয়টি অবহিত করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিড ১৯ মহামারি মোকাবিলায় অসাধারণ নেতৃত্বের জন্য তিনজন নারী প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্সপার‍্যাশনাল লিডারশিপ সম্মাননা অর্জন করেছেন যা জাতির জন্য গৌরবের। কোভিডকালীন সময়ে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রণোদনা ঘোষণার মাধ্যমে সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন তিনি। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের কারণে কোভিডকালীন সময়েও দেশে খাদ্যাভাব পরিলক্ষিত হয়নি।

১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় রাষ্ট্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণের স্মৃতিচারণ ও ‘বিশ্ব আজ দুইভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে’ বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক উক্তি উল্লেখ করে স্পিকার বলেন, একটি বৈষম্যহীন পৃথিবী গড়তে সবাইকে এক হয়ে শোষিতের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু।

ফলশ্রুতিতে, সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দিতে জোটনিরপেক্ষ দেশগুলোর জোর সমর্থনের কথা অন্তর্ভূক্ত করা হয়।

রাষ্ট্রদূত রাবাহ লারবি বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। কোভিডকালীন সময়ে সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা, রাজনীতিসহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি।

স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে আলজেরিয়ার ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.