হ্যারি-মেগানের অভিযোগ: রাজপরিবারে জরুরি বৈঠক

হ্যারি ও মেগানের অভিযোগের পর রাজপরিবারে জরুরি বৈঠক
হলিউড টক শো তারকা অপরাহ উইনফ্রেকে দেওয়া প্রিন্স হ্যারি ও মেগান মের্কেলের সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক করেছেন ব্রিটিশ রাজপরিবারের জেষ্ঠ্য সদস্যরা। মঙ্গলবার(৯ মার্চ) বিবিসি এ তথ্য জানিয়েছে।

বাকিংহাম প্যালেস অবশ্য জানিয়েছে, তারা তড়িঘড়ি করে প্রিন্স হ্যারি ও মেগানের সাক্ষাৎকারে বিষয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন অনুভব করছেন না।

সোমবার (৮ মার্চ) প্রিন্স হ্যারি ও মেগানের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারে এই দম্পতি বর্ণবাদ, মানসিক স্বাস্থ্য, সংবাদমাধ্যম ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে কথা বলেন।

রাজপরিবারের প্রথম মিশ্র বর্ণের সদস্য মেগান জানান, রাজপরিবারের অজ্ঞাতনামা এক সদস্য হ্যারির কাছে জানতে চেয়েছিল তাদের পুত্রের গায়ের রঙ ‘কতটা কালো’ হতে পারে। হ্যারি অবশ্য অপরাহ উইনফ্রেকে জানান, ডিউক অব এডিনবার্গ কিংবা রানি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

সাক্ষাৎকারে মেগান জানান, রাজপরিবারে তার জীবন এতোটাই কষ্টকর হয়ে পড়েছিল যে, এক পর্যায়ে তার মনে হয়েছিল, তিনি ‘আর বেঁচে থাকতে চান না।’ ওই সময় মানসিক সংকট থেকে উত্তরণের জন্য একটি প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েও পাননি তিনি।

লেবার পার্টির নেতা স্যার কেইর স্ট্যারমার জানান, বর্ণবাদ ও মানসিক স্বাস্থ্য সহযোগিতা চেয়েও না পাওয়ার ব্যাপারে মেগান যে অভিযোগ করেছেন তা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।

প্রধানমন্ত্রী বরিস জনসন এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হন নি।

অবশ্য সোমবার তিনি বলেছেন, ‘রাজপরিবারের ঐক্যের জন্য রানির ভূমিকার জন্য তার প্রতি সবসময় সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.