ইরানি নারীদের সাফল্যের উৎস কি?

ইরানি নারীদের সাফল্যের পেছনে ইসলামী শিক্ষা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তিনি বলেছেন, ঈমানি শক্তিই ইরানি নারীদের সামনে মহান সংগ্রামের পথ উন্মুক্ত করেছে। তারা নানা জটিল ক্ষেত্রে সাহসিকতা, আত্মত্যাগ ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিস্ময়কর ও নজিরবিহীন যেসব অবদান রেখেছেন তা সম্ভব হয়েছে ঈমানি শক্তির কারণে।

মঙ্গলবার সংগ্রামী নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আয়োজিত ‘ইতিহাস সৃষ্টিকারী ফেরেশতা বাহিনী’শীর্ষক জাতীয় কংগ্রেসে পাঠানো এক বার্তায় খামেনি এসব কথা বলেছেন। খবর ইরনার।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিল্প-সাহিত্যসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গন এবং পরিচালনা ও ব্যবস্থা ক্ষেত্রে নারীদের নানা অবদান রয়েছে।

পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে বিশেষকরে বিপজ্জনক রোগ মোকাবেলায় তাদের সাম্প্রতিক সেবা ইরানি নারীদের আধ্যাত্মিক উৎকর্ষের নিদর্শন।

খামেনি বলেন, ইসলামী শিক্ষা ও মূল্যবোধ এবং দেশে বিদ্যমান ইসলামী ব্যবস্থার কল্যাণে এটা সম্ভব হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.