সৌদিতে হুতিদের ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গেল ১০ ফেব্রুয়ারি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর আবহায় ড্রোন হামলা চালায় হুতিরা। পার্ক করে রাখা একটি বাণিজ্যিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে ১৭ ফেব্রুয়ারি ফের ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও এসব ড্রোন আঘাত হানায় আগে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার জেদ্দায় জ্বালানি কোম্পানি আরামকোর একটি প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছেন হুতিরা। যদিও সৌদি কর্তৃপক্ষ এ হামলার খবর নিশ্চিত করেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিনাউসকানিতে হুতি বিদ্রোহীদের এ হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। কাজেই অবিলম্বে এসব হামলা বন্ধে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এমন আগ্রাসনের মুখে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবের প্রতি সংহতির পুনরাবৃত্তি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৌদির নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাদের চেষ্টার বিরুদ্ধে যে কোনো হুমকি দেশটির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে বাংলাদেশ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.