বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলার আওতাধীন সদ্য ঘোষিত মতলব উত্তর উপজেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ,ঝাড়ু–মিছিল,সমাবেশ,ও কুশলপুত্তিকা দাহ করেছে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
গত ০৩ মার্চ বুধবার বিকেলে উপজেলার চাদঁপুর-মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পূর্ব ফতেহপুর ইউনিয়নের সাহেব বাজারে বিক্ষোভ মিছিল ও কুশলপুত্তিকা দাহ করেছে পদ বঞ্চিত নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, নাদিম ভূইয়া, রাজিব হাসান, নাহিদ আজাদ ফাহিম, জয়নাল আবেদীন, খন্দকার শাওন, মো. জাহিদ, মাসুদ রানা তাহের, সাগর প্রধান, হাসান আল মামুন, মুকসুদুল মমিন, মো. রাজিব, মেহেদী হাসান, সুমন মিয়াজি প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৪ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বিগত দিনে যারা দলের সকল কর্মসূচী পালন করে এসেছে এবং মামলা-হামলার স্বীকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে বিবাহিত, চাকরিজীবী, মৎস্যজীবী ও অছাত্রদের দিয়ে বাণিজ্যিক পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এই পকেট কমিটিকে ধিক্কার ও নিন্দা জানাই।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে এই কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে কমিটি প্রকাশের আহবান জানান। তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক, তাই আমাদের দাবী আদায় না করলে আন্দোলন করবো বলে জানান পদবঞ্চিরা নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সম্প্রতি ঘোষিত কমিটি প্রত্যাহার করে তদন্তের মাধ্যমে ত্যাগীদের মূল্যায়ন করে উপজেলা ছাত্রদলের কমিটি দেওয়ায় দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, যে পদবঞ্চিত নেতাকর্মীরা যে জায়গায় বিক্ষোভ করেছেন সেটি জালালের নিজ ইউনিয়ন।