‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ওআইসি’

রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐকমত‌্য করতে কাজ করছে বলে জানিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ওআইসি।’

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে আলডোবেয়া এসব কথা বলেন।

ওআইসি মহাসচিব বলেন,‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে, ওই মামলায় রোহিঙ্গারা যেন ন্যায় বিচার পান, তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।’

এর আগে, ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।

এছাড়া, একইদিন সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যায়। সেখানে তারা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.