আবারো বিশ্বের শীর্ষ ধনী বেজোস

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ককে আবারও পেছনে ফেলেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস। ফোর্বসের রিয়েল-টাইম উপাত্তে এমন তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহে টেসলার সিইও’র শেয়ার দুই দশমিক চার শতাংশ পড়েছে। ফলে ৪৬০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে মাস্কের। তাই ব্লুমবার্গের শীর্ষ ধনী সূচকের তালিকা থেকেও নিচে নেমে গেছে তার নাম।

মাস্কের চেয়ে ১৯ হাজার ১২০ কোটি মার্কিন ডলার বেশি নিয়ে ফের এগিয়ে গেলেন বেজোস। ২০১৭ সালে প্রথম বিশ্বের শীর্ষ ধনীর মর্যাদা অর্জন করেন বেজোস। গত মাসের আগ পর্যন্ত টানা ৩ বছর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ধরে রেখেছিলেন তিনি।

টেসলার সিইও প্রায় ছয় সপ্তাহ শীর্ষ ধনীর খেতাবটি ধরে রেখেছিলেন। করোনার মধ্যেই ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়ে যাওয়ায় হঠাৎই বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন করেছিলেন মাস্ক।

চলতি মাসেই বেজোস জানিয়েছিলেন যে, তিনি অ্যামাজনের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। তার পদে স্থলাভিষিক্ত হবেন অ্যান্ডি জ্যাসি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.