হজের প্রস্তুতি সৌদিতে

আগামী জুলাই মাসে পবিত্র হজকে কেন্দ্র করে সৌদি সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে। মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

গালফ নিউজ জানায়, হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নেবে এমন কর্মী বাছাইয়ের জন্য দেশটির স্বাস্থ্য অধিদফতর কমিটি গঠন করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ, শ্রেণিবদ্ধকরণ ও নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে। স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে।

মন্ত্রণালয় বলেছে, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদফতরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।

গত বছর করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সৌদি ও প্রবাসী মুসলিমরা সীমিত আকারে প্রতীকী হজ পালন করেন। চলতি বছর এখনো তারা সিদ্ধান্ত নেয়নি কি পরিমাণ মুসল্লি হজ করতে পারবেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.