ভারতও পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায়!

ভারত পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক চায়। তবে এতে অবশ্যই পাকিস্তানকে জঙ্গি, শত্রুতা এবং সংঘাতমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই বার্তা জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, এমন পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব পাকিস্তানের।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজ‌ওয়ার বলেন, ভারত ও পাকিস্তানকে জম্মু ও কাশ্মীরের দীর্ঘকালীন সমস্যাটিকে মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।

এদিকে ভারত বরাবরই বলে আসছে আলোচনা এবং সন্ত্রাসী কার্যকলাপ একসঙ্গে হতে পারে না। ভারতে মাটিতে পাকিস্তান তার দেশ থেকে যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে তা আগে অবশ্যই বন্ধ করতে হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.