ইরানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেলের বৈঠক
ভারত সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
বুধবার ভারতের বিমান শিল্পবিষয়ক আন্তর্জাতিক মেলার অবকাশে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ইরনা জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্যাঙ্গালুরে ভারত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে বর্তমানে কর্নাটকের রাজধানীতে অবস্থান করছেন।
বৈঠকে ভারত ও ইরানের মধ্যে সুদীর্ঘকালের সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন জেনারেল হাতামি।
এ সময় তিনি বলেন, ভারত মহাসাগরের তীরে অবস্থিত দুটি দেশ ইরান ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা শক্তিশালী করার চমৎকার সুযোগ রয়েছে।
সাক্ষাতে জেনারেল বিপিন রাওয়াত তার দেশের বিমানবাহিনীর মেলায় অংশগ্রহণ করায় ইরানের প্রতিরক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।